প্রকাশিত: Sun, May 21, 2023 4:42 PM আপডেট: Sun, May 11, 2025 5:43 PM
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার আশ্বাসে স্থগিত
গাছ কাটার প্রতিবাদে কর্মসূচীতে পুলিশের বাধা
সুজিৎ নন্দী: রাজধানীর সাতমসজিদ রোডের ডিভাইডার সংস্কারের জন্য দেশীয় প্রজাতির গাছ কেটে ফেলার প্রতিবাদে রোববার নগর ভবনের সামনে যে প্রতিবাদ মিছিল-সমাবেশ কর্মসূচী ছিল, তা বঙ্গবাজারের পাশে পুলিশের বাধার মুখে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তার আশ্বাসের প্রেক্ষিতে স্থগিত করা হয়েছে।
প্রধান নির্বাহী মো. মিজানুর রহমান আন্দোলনকারীদেরকে মেয়রের সঙ্গে কথা বলে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় সাতমসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলন কমিটির একাধিক নেতা দাবী জানান, ধানমন্ডি সাত মসজিদ সড়কসহ ঢাকার পাবলিক পরিসরে উন্নয়নের নামে যখন-তখন গাছ কাটা বন্ধ করতে হবে। সড়কের গাছ কাটা বন্ধ করে কাটা গাছের স্থানে দেশীয় প্রজাতির গাছের চারা লাগাতে হবে, নগর উন্নয়নে প্রকৃতিভিত্তিক পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে বৃক্ষ ও নগরবাসীবান্ধব সুনির্দিষ্ট নীতিমালা গ্রহণ করতে হবে।
এই গাছকাটা বিরোধী আন্দোলন করে আসছিলো এলাকার তরুণ, শিক্ষার্থী, শিক্ষক-চিকিৎসক, প্রকৌশলী, পরিবেশপ্রেমী, সংস্কৃতিকর্মী ও নগর পরিকল্পনাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারই ধারাবাহিকতায় রোববার সমাবেশ করতে যান তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে গাছ কাটার প্রতিবাদে মিছিল নিয়ে নগরভবন অভিমুখী হন আন্দোলনকারীরা। এসময় সরকারি কর্মচারী হাসপাতালের সামনে পুলিশ তাদের বাধা দিলে সেখানেই তারা অবস্থান নেন। এর পরিপেক্ষিতে প্রায় ঘণ্টাখানেক পর প্রধান নির্বাহী কর্মকর্তা সহ আরও কয়েকজন সেখানে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের দাবি শোনেন এবং এসকল দাবি পূরণে মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে কথা বলে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
মো. মিজানুর রহমান বলেন, উন্নয়ন কাজে কিছু গাছ কাটা পড়েছে। নগরের যে কোনও উন্নয়ন কাজ সিটি করপোরেশনের প্রকোশলী, নগর পরিকল্পনাবিদসহ বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে গ্রহণ করা হয়। যেসব গাছ কাটা হয়েছে সেখানে নতুন করে গাছ লাগানো হবে।
এ সময় আন্দোলনকারীরা জানান, শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করতে চেয়েছি। কিন্তু পুলিশ আমাদের বাঁধা দিয়েছে। আমাদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করে পরে জানানো হবে। সম্পাদনা: তারিক আল বান্না
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী

[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত

[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত

[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র

[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
